ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডের সিনেমায় ‘মানিকে মাগে হিতে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:১০, ২০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

এবার বলিউডে শোনা যাবে ভাইরাল গান ‘মানিকে মাগে হিতে’। তাও আবার হিন্দিতে! হ্যাঁ, শ্রীলঙ্কার ভাইরাল গায়িকা ইয়োহানি ডি’ সিলভা এবার এই গানটি’ই গাইবেন বলিউডের সিনেমায়।

অজয় দেবগণ অভিনিত 'থ্যাঙ্ক গড' সিনেমায় গানটি গাইতে চলেছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছিলেন ইয়োহানি। 

জানা যায়, সিনেমাটিতে সিংহলি ভাষার পরিবর্তে হিন্দি ভার্সনে শোনা যাবে গানটি। সিনেমাটির পরিচালনা করেছেন ইন্দ্রকুমার।

কয়েকদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘শিদ্দত’ সিনেমার প্রোমোশনের জন্য একটি গান গেয়েছিলেন ইয়োহানি। তবে এবার শুধু প্রোমশনাল গান নয়, বরং ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ই গাইবেন হিন্দিতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়োহানি জানান, "বলিউড সিনেমার প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি সিনেমার গান। সুযোগ পেলে সে সব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের সিনেমায় গান করার।"

এবার ‘থ্যাঙ্ক গড’ সিনেমার মাধ্যমে তার সেই ইচ্ছে পূরণ হওয়ার পালা।

সম্প্রতি সাধারণ মানুষ থেকে টালিউড, বলিউডের বড় বড় তারকারাও মজেছিলেন ইয়োহানির এই গানে। এরইমধ্যে এই ভাইরাল কন্যা ভারতে গিয়েও গুরুগ্রাম ও হায়দ্রাবাদে পারফর্ম করে এসেছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি