ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরিয়ানের সঙ্গে জেলে দেখা করলেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

গ্রেফতারের পর প্রথমবারের মত ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছেন শাহরুখ খান। 

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জেলে পৌঁছান তিনি। আরিয়ানের সঙ্গে ১৫ মিনিটের মত সময় কাটিয়ে দ্রুত বেরিয়ে যান শাহরুখ। 

গণমাধ্যমের কাছ থেকে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টাও করেন তিনি।

এদিকে বুধবার আবারও আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। 

এর আগে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই জানান, "কোন যুক্তিতে আরিয়ান জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি।"

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি