ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাহরুখের বাসায় এনসিবি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:০৩, ২১ অক্টোবর ২০২১

মাদককাণ্ডে গ্রেপ্তার ছেলে আরিয়ানের সঙ্গে কারাগারে দেখা করে আসার পর ‘বলিউড কিং’ শাহরুখ খানের বাসায় গেছে এনসিবি তদন্ত দল।কিন্তু সেখান থেকে বেরিয়ে এনসিবি কর্মকর্তারা জানিয়েছেন, এটা কোনো অভিযানের অংশ ছিল না।

এনসিবির একজন মুখপাত্র বলেন, ‘‘তদন্ত চলছে। এনসিবি যখন কোনো ব্যক্তির বাড়িতে যায় তার অর্থ এটা নয় যে, তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এ ছাড়াও বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে।’’

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়ে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ খান। তার কয়েক ঘণ্টার মধ্যেই এনসিবির একটি দল আসে তার বাড়ি ‘মন্নত’ এ। পনেরো মিনিটের মত সেখানে অবস্থান করেছিল এনসিবির দলটি।

এদিকে বৃহস্পতিবার সকালে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাই কোর্টে আরিয়ানের জামিন আবেদন করেছেন শাহরুখের আইনজীবী। 

আগামী ২৬ অক্টোবর সেই আবেদনের ওপর শুনানির তারিখ দিয়েছেন বিচারপতি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি