ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অভিনেতা শামীম ভিস্তি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ২২ অক্টোবর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা শামীম ভিস্তি মারা গেছেন। ‘মস্তিষ্কের রক্তক্ষরণ’ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শুক্রবার ভোর ৪টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল।

শামীম ভিস্তির মিরপুরের বাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুমা মিরপুর-১ এর আকবর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছেন সুজাত শিমুল।

শামীম ভিস্তির বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী নাট্য সংঘের সদস্য ছিলেন। তিনি ‘পরবাসিনী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

মামুনুর রশীদের রচনায় এবং ফজলে আজিম জুয়েলের প্রযোজনা ও পরিচালনায় বিটিভির নির্মাণাধীন ‘জিন্দাবাহার’ ধারাবাহিকে তিনি অভিনয় করছিলেন।

এই শিল্পীর গ্রামের বাড়ি মুন্সীঞ্জের শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি