ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২২ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:০২, ২২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৪তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর'। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯৪ তম অস্কার বাংলাদেশ কমিটির সভায় এই সিনেমাকে মনোনীত করা হয়েছে।

অস্কারে বিদেশি ভাষা বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে একমাত্র 'রেহানা মরিয়ম নূর' সিনেমাটিই জমা পড়েছিল এ বছর।

রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া 'রেহানা মরিয়ম নূর' উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত হয়েছে।

কানে প্রদর্শনের পর হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে 'রেহানা মরিয়ম নূর'।

বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ ভারতীয় উপমহাদেশের শক্তিশালী চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছেন এই সিনেমাটিকে। 

সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি আরো অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ আরও অনেকে।

পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমার প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার।

নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, নভেম্বরে দেশের সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি