ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হলিউড শুটিং ফ্লোরে অভিনেতার হাতে খুন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:৩৩, ২৩ অক্টোবর ২০২১

অ্যালেক বল্ডউইন

অ্যালেক বল্ডউইন

হলিউড সিনেমার শুটিং ফ্লোরে ঘটলো বড় ধরণের বিপত্তি। খেলনা বন্দুক নিয়ে অভিনয় করতে গিয়ে চিত্রগ্রাহককে গুলি করেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেক বল্ডউইন। আর এতেই গুরুতরভাবে আহত হয়ে মারা যান তিনি।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে যায় বল্ডউইন সহ পুরো শুটিং ইউনিট। চিত্রগ্রাহকের পাশাপাশি আহত হন সিনেমার পরিচালকও। 

গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, নিউ মেক্সিকোতে অ্যালেক বল্ডউইনের নতুন সিনেমার শুটিং চলছিল। একটি অ্য়াকশন দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ খেলনা বন্দুক হাতে নিয়ে গুলি চালালেন অ্যালেক বল্ডউইন। সঙ্গে সঙ্গে মহিলা চিত্রগ্রাহক গালিনা হাচিন্স মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে গালিনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত পরিচালকের চিকিৎসা চলছে।

এখনও অ্যালেক বল্ডউইনের নামে কোনওরকম অভিযোগ করা হয়নি বলে জানা যায়। তবে খেলনা বন্দুক থেকে কীভাবে আসল গুলি চলল তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি গোটা ইউনিটকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার পর থানার বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন অ্যালেক বল্ডউইন। আপাতত সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। এই সিনেমার প্রযোজকও অ্যালেক বল্ডউইন নিজেই।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি