ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৪ অক্টোবর ২০২১

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রোববার (২৪ অক্টোবর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

অভিনেতার ভাই ম. হামিদ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ৩টায় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে গত এক সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর করোনা নেগেটিভ হলেও কোভিড জটিলতায় ৫৪ দিন আইসিউইতে থেকে আজ না ফেরার দেশে চলে যান।  

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, স্বীয় অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি