ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

খ্যাতি যেন সন্তানদের ক্ষতির কারণ না হয়: শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ২৪ অক্টোবর ২০২১

বলিউড বাদশা শাহরুখ সবসময়ই নিজ সন্তানদের নিয়ে খুব চিন্তিত থাকতেন, যেন তার খ্যাতির জন্য তাদের কোন ক্ষতি না হয়। 'কফি উইথ কর্ণ' নামক অনুষ্ঠানে তার এমন একটি কথাই এখন ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

বেশ কয়েক বছর আগের সেই ভিডিও তুলে এনেছেন শাহরুখের ভক্তরা। 

ভিডিওতে দেখা যায়, 'কফি উইথ কর্ণ' অনুষ্ঠানে শাহরুখ খান কাজলের সঙ্গে বসে আছেন। এরপর বলিউড বাদশাকে তার সন্তানের ব্যপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘নিজের শরীরের একটি অংশকে যদি আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দেই, তার অর্থই হল সন্তান। আমার ছেলেমেয়ের দিকে যদি কোনও গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।’’ 

তিনি আরো বলেন, ‘‘আমার খ্যাতির জন্য ওদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই ভয় পাই আমি বার বার। তাদের জন্য আমি সব কিছু পিছনে ফেলে রাখতে পারি।’’

জনপ্রিয় অনুষ্ঠানের সেই ভিডও ফেসবুকে ভাগ করে নিয়ে এখন শাহরুখকে ভরসা দিচ্ছেন অনুরাগীরা। সকলের প্রার্থনা, আরিয়ান যেন তাড়াতাড়ি জামিন পেয়ে বাড়ি ফেরে।  আপাতত ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই কাটবে শাহরুখ-তনয়ের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি