ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের নতুন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ২৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:২৩, ২৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

'দাবাং ৩'-এর পর পুরোদমে পর্দা কাঁপাতে আসছে সালমানের নতুন সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। ২৬ নভেম্বর হলে মুক্তি পাবে সিনেমাটি। প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলারও। 

সোমবার প্রকাশিত এই ট্রেইলারের ঝলক দেখে বোঝা যায় ভরপুর অ্যাকশন নিয়েই পর্দা কাঁপাবেন বাজরাঙ্গি ভাইজান। 

ট্রেইলারে সুরজিৎ সিং গিল নামের একজন শিখ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় সালমানকে। আর ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ‘আয়ুষ শর্মা’।

সিনেমাটিতে মূলত ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সালমানের চরিত্র সুরজিৎ সিং গিল। 

২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ক্রাইম ড্রামা ফিল্ম ‘মুলশি প্যাটার্ন’ এর আদলে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক মহেশ মঞ্জরেকর। মূলত ‘মুলশি প্যাটার্ন’ এর কাহিনিকেই নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরেছেন মহেশ। 

সালমান এবং আয়ুষ ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়, নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে। 

এছাড়া গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন টালিউডের যিশু সেনগুপ্ত। যদিও তাকে ট্রেইলারে দেখা যায়নি।

চলতি বছরের ঈদে সালমানের সিনেমা 'রাধে' মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে এবার বড় পর্দাতেই ধরা দিতে চলেছেন বলিউডের ভাইজান।

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম/এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি