ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধুমধাম করে হবু বৌমার জন্মদিন পালন শ্রাবন্তীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২৬ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:৪৪, ২৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

“ঝিনুক আমার সব চেয়ে কাছের বন্ধু।” ছেলে অভিমন্যুর সঙ্গে নিজের সম্পর্ককে এ ভাবেই বর্ণনা করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুধু ঝিনুক (অভিমন্যুর ডাক নাম) নয়, তার প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গেও তার বন্ধুত্ব কিছু কম নয়!

সম্প্রতি ছেলের সঙ্গেই হবু বৌমার জন্মদিনও ধুমধাম করে পালন করলেন শ্রাবন্তী। সেই ছবিই ভেসে উঠেছে শ্রাবন্তী এবং দামিনীর ইনস্টাগ্রামে।

প্রেমিক এবং তার মায়ের উপস্থিতিতেই চকোলেট কেক কেটে নিলেন দামিনী। বিশেষ দিনে সোনালি বেলুনে ঘর সেজে উঠেছিল তার জন্য। প্রেমিক এবং হবু শাশুড়ির সঙ্গে বিশেষ মুহূর্তগুলি লেন্সবন্দি করেছেন দামিনী।

তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিমন্যু এবং দামিনী। মাঝেমধ্যেই দু’জনে্র অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভেসে ওঠে তাদের ইনস্টাগ্রামের দেওয়ালে। গত অগস্ট মাসে শ্রাবন্তী এবং অভিমন্যুর সঙ্গে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন দামিনী। শহর থেকে দূরে গিয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি