ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুপারস্টার রজনীকান্তের নতুন সোশ্যাল মিডিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ভয়েস নোটের মাধ্যমে মনের ভাব প্রকাশের জন্য 'হুট' নামের দুর্দান্ত এক সোশ্যাল মিডিয়া অ্যাপ উদ্বোধন করলেন দক্ষিণাী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। এই অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা তারই কন্যা সৌন্দর্য্য। 

কণ্ঠস্বর ভিত্তিক এই সামাজিক মাধ্যমে ভয়েস নোটের মাধ্যমেই নিজের ভাবনা প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা। 

চাইলে ভয়েস নোটের সঙ্গে ব্যবহার করা যাবে বিভিন্ন মিউজিকও। 

আপাতত তামিল, তেলুগু, হিন্দি, মরাঠি, মালায়লাম, কন্নড়, গুজরাটি ও বাংলা ভাষায় অ্যাপটি ব্যবহার করা যাবে।

প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে 'হুট' অ্যাপটি। ডাউনলোডের পরেই বেছে নিতে হবে পছন্দের ভাষা।

এর পরেই আপনাকে চলে আসতে হবে রেজিস্ট্রেশন পেজে। চাইলে বিভিন্ন সেলেব্রিটিদের ফলো করা যাবে এই অ্যাপের মাধ্যমে। 

ইতিমধ্যেই এই অ্যাপে যুক্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ গৌতম গাম্ভীর এবং সুপারস্টার রজনীকান্ত নিজে।  

কী ভাবে কাজ করবে এই অ্যাপ?

এই অ্যাপে ৬০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট পাঠানোর সুবিধা রয়েছে। রেকর্ডিং শেষ হলে ক্যাপশন যোগ করা যাবে।

এছাড়াও, ভয়েস নোটের সঙ্গেই ব্যবহার করা যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এর পরে ছবি যোগ করে ভয়েস নোট পোস্ট করা যাবে।

অ্যাপের মধ্যেই আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহারের জন্য অনেক অপশন দেওয়া হবে। বিভিন্ন বিভাগ থেকে পৃথক ব্যাকগ্রাউন্ড মিউজিক বেছে নিতে পারবেন গ্রাহকরা।

যে কোনও পোস্টের ক্যাপশনে সর্বোচ্চ ১২০ শব্দ ব্যবহার করা যাবে। চাইলে খুব দ্রুত নিজের পোস্ট ডিলিটও করা যাবে। 

অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের মতোই এই অ্যাপেও যে কোনও পোস্টে লাইক-কমেন্ট করা যাবে। থাকছে যে কোনও পোস্ট শেয়ার করার সুবিধাও।

সূত্র: এই সময়

এমএম/এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি