ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ডিসেম্বরে গাঁটছড়া বাঁধছেন রণবীর-আলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:০৪, ২৭ অক্টোবর ২০২১

আরও একবার চর্চায় রণবীর সিং ও আলিয়া ভাটের বিয়ের খবর। এই জুটির বিয়ে নিয়ে বহুদিন ধরেই কানাঘুষা চলছে বলিপাড়ায়। তবে এবার সত্যি সত্যি বিয়ের সানাই বাজাতে যাচ্ছেন এই জুটি। 

জানা গেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত তাদের অভিনীত সিনেমা ’ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর ডিসেম্বরেই বিয়ে করবেন তারা।

দুই পরিবার ইতিমধ্যে জোর কদমে শুরু করে দিয়েছে বিয়ের প্রস্তুতি।  ঠিক হয়ে গেছে বিয়ের দিনক্ষণও। তবে এখনো বিয়ের তারিখ সংবাদ মাধ্যমে জানানো হয়নি।

এর আগেও একবার তাদের বিয়ের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সে সময় হঠাৎ রণবীরের বাবা ঋষি কাপুরের অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গিয়েছিল বিয়ে। 

কথা হয়েছিল, ঋষি কাপুর একটু সুস্থ হয়ে উঠলে বাদ্য বাজবে বিয়ের। 

কিন্তু তাতেও বাধা। শুরু হলো লকডাউন। আর লকডাউনের মাঝেই না ফেরার দেশে চলে গেলেন ঋষি।

বিয়ে না হলেও সে সময় প্রেমিকের বাবার মৃত্যুতে পুত্রবধূর মতই দায়িত্বই পালন করেছিলেন আলিয়া। 

যেহেতু আগে থেকেই কথা ছিল বিয়ে হবে আগামী ডিসেম্বরে। এবারে সে মাফিকই বিয়ের আয়োজন চলছে দুই পরিবারের মধ্যে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি