ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দেব ভক্তের পাগলামি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৮ অক্টোবর ২০২১

প্রিয় অভিনেতার জন্য অনুরাগীরা কী না করেন! কেউ স্টাইল অনুকরণ করে চুল ছাঁটেন, কেউ পোশাক-আশাকে অভ্যস্ত হয়ে যান, কেউ বা প্রিয় তারকার জন্মদিনে মাঝরাতে তার বাড়ির বাইরে ভিড় জমান। এবার সে রকমই এক অনুরাগী টালিউডের সুপারস্টার দেবের নামে খুলে ফেললেন চায়ের দোকান।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোলকাতার যাদবপুরে অবস্থিত অর্ণব গুহের চায়ের দোকানটি। 

দেবের ছবি দিয়ে সাজানো এই ছোট্ট দোকানে আড্ডা দিতে এখন শুধু দিন ঠিক করা বাকি, দেব ভক্তদের। 

দোকানটির বাইরে ব্যানারে রয়েছে হরেক রকমের চায়ের মেনু। সেখানে লেখা রয়েছে, তন্দুরি চা-২০ টাকা, কেশরী চা-২৫ টাকা, মালাই চা-২০ টাকা, ইলাইচি চা-১৫ টাকা ইত্যাদি। 

অর্ণবের 'দেব অ্যান্ড টি' এর কাছেই আগে থেকে ছিল 'চা ও নচিকেতা' নামে আরেকটি দোকান। 

জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতার দোকান হিসেবে খুবই জনপ্রিয় দোকানটি। এবার সেটিকেই যেন টেক্কা দিতে চলেছে 'দেব অ্যান্ড টি'। 

সূত্র: এই সময়

এমএম/এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি