ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আরিয়ানকে ছাড়াতে জুহি চাওলার ১ লাখের বন্ডে সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ২৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১৮:৫০, ২৯ অক্টোবর ২০২১

অবশেষে অপেক্ষার অবসান। ছেলে আরিয়ানকে নিতে আর্থার রোড জেলে গেলেন শাহরুখ। সঙ্গী হলেন জুহি চাওলা। শাহরুখ-পুত্রের জামিনদার হলেন অভিনেত্রী। আরিয়ানের জন্য এক লাখ টাকার বন্ডে সই করলেন তিনি।

বৃহস্পতিবার মাদক-কাণ্ডে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছে বম্বে হাই কোর্ট। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে রিলিজ অর্ডার জমা না দিতে পারলে, ফিরতে পারতেন না আরিয়ান। সময়ের আগেই সব বন্দোবস্ত করে ফেলেন শাহরুখ। ২৬ দিন পর ছেলেকে নিয়ে বাড়ি ফিরবেন তিনি।

মুম্বাইয়ের আর্থার রোড জেলের বন্দিদশা পেরিয়ে বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন আরিয়ান। আদালতের রায়ের প্রক্রিয়া মেনে শুক্রবার জেল থেকে বেরিয়ে আসবেন শাহরুখ-তনয়।

আরিয়ান না ফিরলে দীপাবলিতে আলো জ্বলবে না ‘মান্নাত’-এ। ছেলের অনুপস্থিতিতে হেঁশেলে তৈরি হবে না ক্ষীর। এমনই ধনুক ভাঙা পণ করেছিলেন মা গৌরী খান। ছেলের মুক্তির জন্য মানত করার পাশাপাশি নবরাত্রিতে উপোস পর্যন্ত করেছেন শাহরুখ-পত্নী। কিন্তু আপাতত নিশ্চিন্ত আরিয়ানের মা-বাবা। প্রায় এক মাস পর ছেলেকে ফের কাছে পাবেন তারা।

‘মান্নাত’-এ ফিরতে চলেছে খুশির হাওয়া। আলোয় সাজবে গোটা বাড়ি। মুখে হাসি ফুটবে শাহরুখ-গৌরীর। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি