ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শনিবার সকালেই বাসায় ফিরছেন আরিয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ৩০ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:১৪, ৩০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

২৮ অক্টোবর জামিন আবেদন মঞ্জুর হলেও জামিনের কাগজ না পৌঁছায় এখনো বাসায় ফিরতে পরেননি শাহরুখ পুত্র। তবে শনিবার সকল জটিলতার অবসান ঘটিয়ে বাসায় ফেরার কথা রয়েছে তার।

শনিবার ভোর সাড়ে পাঁচটায় মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বাক্স খোলা হয়। তখনই বের করা হয় শাহরুখ-তনয় আরিয়ানের জামিনের নথি। 

ভারতীয় গণমাধ্যম জানায়, আরিয়ানের জেল থেকে বের হতে সকাল ১০টা বাজতে পারে। বাবা শাহরুখও ইতিমধ্যেই আর্থার রোড জেলে পৌঁছে গেছেন বলে জানা যায়। 

বৃহস্পতিবার জামিন মঞ্জুর করলেও আরিয়ানের জেল থেকে বের হতে পেরিয়ে গেল আরও এক দিন। শুক্রবার মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ দিলও তার কাগজ পৌঁছাতে জেলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে শুক্রবার রাতও আর্থার রোড জেলেই কাটান আরিয়ান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/ এসএ/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি