ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরিয়ানের অপেক্ষায় মন্নতের সামনে শাহরুখ ভক্তদের ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৩০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। অবশেষে মাদক মামলায় জামিন পেলেন তিনি। ২৮ অক্টোবর তার জামিন মঞ্জুর করেছেন ভারতের উচ্চ আদালত।

আরিয়ানের জামিনের খবর প্রকাশ হতেই শাহরুখের বাড়ি মন্নতের সামনে ভিড় করতে থাকেন তার ভক্তরা। আতশবাজি পুড়িয়ে উল্লাস প্রকাশ করেন তারা। এই সময় বিভিন্ন ব্যানারের মাধ্যমে আরিয়ানকে স্বাগত জানাতে দেখা যায় তাদের।

এদিকে শাহরুখ ভক্তদের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন কেউ কেউ।

একজন লিখেছেন, ‘ভারতে শুধু দিপাবলি এলেই আতশবাজির ধোঁয়ার দূষণ বাড়ে, অন্য সময় নয়’। 

অপর একজন মন্তব্য করেছেন, ‘আরিয়ান দেশের জন্য এমন কি করে ঘরে ফিরছেন, এত উল্লাস কেন?’

সাধারণত দিপাবলি এলেই শাহরুখের সিনেমা মুক্তি পায়। এ বছর কোন সিনেমা মুক্তি না পেলেও অনেকেই মজা করে লিখেছেন, ‘দীপাবলিতে আরিয়ানের জামিনই হচ্ছে শাহরুখের সবচেয়ে বড় মুক্তি।’

২ অক্টোবর মোম্বাইয়ের বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দফায় দফায় জামিনের আবেদন খারিজ হওয়ার পর অবশেষে জামিন পেলেন তিনি।

সূত্র : এই সময়
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি