ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

মা হারালেন অভিনেত্রী কৌশানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৩০ অক্টোবর ২০২১

কলকাতার অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের মা মারা গেছেন। শুক্রবার গভীর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করে সঙ্গীতা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

জানা গেছে, বহুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সঙ্গীতা মুখোপাধ্যায়। বেশকিছুদিন আগে তার কিডনি প্রতিস্থাপনও হয়েছিল। গত ২৩ অক্টোবর সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে কিডনির সমস্যা নিয়েই ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার ফুসফুসের সংক্রমণও ধরা পড়ে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। শুক্রবার রাতে মৃত্যু হয় সঙ্গীতাদেবীর। 

মাকে হারিয়ে শোকস্তব্ধ কৌশানি। রাত থেকেই তার পাশে রয়েছেন বন্ধু বনি সেনগুপ্ত।

প্রসঙ্গত, ২০১৫ সালে রাজ চক্রবর্তীর 'পারব না আমি ছাড়তে তোকে' ছবির হাত ধরে অভিনয় জীবন শুরু করেন কৌশানি মুখোপাধ্যায়। ছবিতে কৌশানির বিপরীতে নায়ক ছিলেন বনি। সেখান থেকেই শুরু হয়েছিল বনি-কৌশানির বন্ধুত্ব। সেই সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে মুখোপাধ্যায় ও সেনগুপ্ত পরিবারের মধ্যেও। সূত্র: জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি