ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ছেলের জন্য দেহরক্ষী নিয়োগ করতে পারেন শাহরুখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১ নভেম্বর ২০২১

২৬ দিন পর বাড়ি ফিরেছেন আরিয়ান খান। এত ঝড়ঝাপটার পরে ছেলেকে নিয়ে অতি সাবধানী শাহরুখ এবং গৌরী খান। আরিয়ান হাজত থেকে ছাড়া পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না তারা। তাই ছেলের জন্য এ বার দেহরক্ষী নিয়োগ করবেন বলে ভাবছেন শাহরুখ-গৌরী।

শাহরুখের ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, "এই ঘটনা শাহরুখকে নাড়িয়ে দিয়েছে। তিনি মনে করছেন, কিছু ঘটলে দেহরক্ষী আরিয়ানকে রক্ষা করতে পারবেন।"

এদিকে আরিয়ানের জন্য মনোবিদ নিয়োগের কথা ভেবে ফেলেছেন গৌরী। জ্যেষ্ঠ পুত্রকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আপ্রাণ চেষ্টা মা-বাবার। জামিন পেলেও আপাতত বাড়িতেই থাকবেন শাহরুখপুত্র। সংবাদমাধ্যমের মুখোমুখিও হবেন না তিনি। 

আরিয়ানের ঘনিষ্ঠদেরও আপাতত ‘মন্নত’ এ না আসার অনুরোধ করা হয়েছে। আইনি বন্দিদশা ঘুচলেও আপাতত তাই চার দেওয়ালের ঘেরাটোপেই দিন কাটবে আরিয়ানের। 

সূত্র: আনন্দবাজার অনলাইন 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি