ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সমালোচকদের মুখে ছাই দিলেন মাহির দ্বিতীয় স্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ৩ নভেম্বর ২০২১

দুজনেরই দ্বিতীয় বিয়ে। প্রথম সংসার ভেঙে দ্বিতীয় পরিণতিতে উভয়ই চেষ্টা করছেন নিজেদের গুছিয়ে নেয়ার। অতীতের ফেলে আসা অন্ধকার সময়গুলো ভুলতে চাইছেন তারা। কিন্তু সেই পথেও আসছে বাধা। সমালোচনার তীর এসে বিদ্ধ করছে তাদের। সমালোচকরা শুধু বাইরের দৃশ্যই দেখেন, কিন্তু সব দৃশ্যের পেছনে যে আরও একটি অদৃশ্য সত্য থাকে তা দেখেন না কেউই। জীবনের এমনই কঠিন ব্যাখ্যা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বর গাজীপুরের তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব।

মাহির সঙ্গে তার দ্বিতীয় বিয়ে এবং বর্তমান সময়ে তাদের বিশেষ মুহুর্তগুলো দেখে অনেকেই সমালোচনা করে বাজে মন্তব্য করেন। যা রাকিবকে আহত করে। এবার সেই সব মন্তব্যকারীদের কঠিন জাবাব দিলেন তিনি।

নিজের ফেসবুকে একটি আক্ষেপমূলক পোস্ট করেছেন রাকিব। যেখানে তিনি লিখেছেন-
“পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি।
আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি।
আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। 
সবকিছু সবাই দেখতে পায় না।
এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে।
আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত।
কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারো পোঁড়েনা!
আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো আর না বেঁচে থাকলে আপনাদের দু’দিনের আফসোস ওদের কোনো উপকারে আসবেনা আমি জানি।
বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই।
সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি…!
দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।
আমরা কিন্তু পরকীয়া করিনি আলোচনা করে আবদ্ধ হয়েছি।”

এদিকে জানা গেছে, পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন মাহি ও রাকিব। বিয়ের দুই মাসের মাথায়ই ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরআগেও বিভিন্ন সময়ে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছা প্রকাশ করেন মাহি। তবে চলতি মাসেই সে ইচ্ছে পূরণ হচ্ছে তার।

মাহি বলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নেবো। আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনো ‍ঠিক হয়নি। আপাতত কোনো শিডিউল রাখছি না। এরআগে কখনো পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি