ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হুমা কুরেশিকে আইনি নোটিশ পাঠানোর হুমকি সোনাক্ষীর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৩ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:০১, ৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ছবি চুরির দায়ে হুমা কুরেশির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর হুমকি দিলেন সোনাক্ষী সিনহা! তবে সত্যি সত্যি নয়, মজা করে এমন হুমকি দিয়েছেন তিনি। 

হুমা কুরেশির ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে এমন ঘটনার সূত্রপাত।

সম্প্রতি হ্যালোইনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন হুমা কুরেশি। ছবিতে দেখা যায়, অভিনেত্রীর মুখ হলুদ মাস্কে ঢাকা। 

এই ছবি দেখেই কমেন্ট বক্সে সোনাক্ষী সিনহা লিখলেন, ‘আমার ছবি নিজের নাম করে কেন শেয়ার করেছ? তোমাকে আইনি নোটিস পাঠাচ্ছি!’

তবে এখানেই থামলেন না সোনাক্ষী। হুমার ভাই সাকিব সেলিমকে সোনাক্ষী লিখলেন, ‘তুমি তোমার দিদিকে বোঝাও। আমার ছবি ব্যবহার করে নিজেকে সুন্দরী প্রমাণ করছে।’

গোটা বিষয়টাই সোনাক্ষী মজা করেছেন কুরেশির সঙ্গে। আসলে, হুমা কুরেশির মুখে পরা মুখোশের সঙ্গে নিজের মিল পেয়ে সোনাক্ষী এরকমটি লিখেছেন।

ইতিধ্যেই সোনাক্ষীর এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলিউডের অভিনেতারা সোনাক্ষীর এই পোস্টকে হ্যালোইনের সেরা সোশ্যাল মিডিয়া পোস্ট বলেও দাবি করেছেন। অভিনেত্রী টুইঙ্কল খান্নাও সোনাক্ষীর এই পোস্টের প্রশংসা করেছেন।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন হুমা কুরেশি। অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিক সোনাক্ষী সিনহা আপাতত ব্যস্ত রয়েছেন হরর কমেডি ‘কাকুদা’-র শুটিংয়ে।
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি