ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাইফ ‘খারাপ কথা’ বলেন আর অমৃতা ‘পর্ন সাইট’ চালান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:০২, ৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সাইফ আলী খান শুধু খারাপ শব্দ উচ্চারণ করেন আর অমৃতা সিংহ পর্ন সাইট চালান, এমটাই নাকি ভাবতেন এই প্রাক্তন দম্পতির প্রথম সন্তান সারা আলী খান। ছোটবেলায় মা-বাবা সম্পর্কে এই ধারণা কেন হয়েছিল সারার?  

২০০৬ সালে ‘ওমকারা’ সিনেমায় ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে বাবা সইফকে দেখে নাকি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন ছোট্ট সারা। ওই চরিত্রটি দেখেই নাকি তার ধারণা হয়েছিল বাস্তবেও তার বাবা কেবল খারাপ শব্দই ব্যবহার করেন।

অন্য দিকে ‘কলিযুগ’ সিনেমায় মা অমৃতার চরিত্র দেখে ভেবেছিলেন বাস্ত জীবনে অমৃতা পর্ন বানানোর পেশার সঙ্গেই যুক্ত। কারণ ওই সিনেমাতে যৌন দৃশ্যের আধিক্য ছিল!

ভাগ্যক্রমে ওই দু’টি সিনেমার জন্যই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন সইফ এবং অমৃতা। 

সম্প্রতি এক সাক্ষাৎকার সারা তার ছোটবেলার এই মজার অভিজ্ঞতার কথা জানান। বলেন ‘‘আমি অবাক হয়ে গিয়েছিলাম তাদের পুরস্কার পাওয়ার কথা শুনে। ভেবেছিলাম, কেন ওই সবের জন্য সেরার তালিকায় তাদের নাম লেখা হল?’’

সইফ আলী খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ন'বছর। এর পর মায়ের কাছে থেকে, তার আদর্শেই বেড়ে ওঠেন তিনি। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি