ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুত্র ঈশানকে ভক্তদের সামনে আনলেন নুসরাত! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ৫ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:৩৪, ৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

আলোর উৎসব কালীপুজায় বড়সড় চমক দিলেন টালি নায়িকা নুসরাত জাহান! ইনস্টাগ্রামে নিজের ও স্বামী যশ দাশগুপ্তের দীপাবলি উদযাপন তো বটেই, এই প্রথম প্রকাশ্যে এনেছেন সদ্যোজাত ঈশানের ছবিও!

বেগুনি সিল্ক শাড়ি। সঙ্গে ছিমছাম গয়না, হাল্কা রূপটান। নরম আলোয় মোহময়ী নুসরাত। আঁচলের ফাঁকে বেরিয়ে ছোট্ট মাথা। নুসরতের দীপাবলির উপহারে মাতোয়ারা অনুরাগীরা।

সঙ্গে ছিলেন ঈশানের বাবা যশও। তার পরনেও দেখা গেছে একই রঙের সিল্কে পাঞ্জাবি আর অফহোয়াইট পায়জামা। 

আলোর উৎসবের আগেই কাশ্মীর থেকে ফিরেছেন ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-র নায়িকা। ভূস্বর্গে যশের সফর সঙ্গী ছিলেন। পাশাপাশি, এনা সাহার আগামী ছবিতে ফের জুটি বাঁধছেন দু’জনে। সেই ছবির একটি গানও ক্যামেরাবন্দি হয়েছে কাশ্মীরে। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি