ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চিকিৎসার জন্য কলকাতায় পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৫ নভেম্বর ২০২১

বাংলাদেশ থেকে সোজা কলকাতার পাঁচ তারা হোটেলে পরীমণি। একসঙ্গে নয়টি ছবি দিয়ে এই হাওয়াবদলের বার্তা দিলেন অনুরাগীদের।

ঠিক এক দিন আগে, বুধবার বাংলাদেশের একটি অনুষ্ঠানের ছবি দিয়েছিলেন পরীমণি। তার পর সোজা কলকাতার ছবি তার ফেসবুকে।

হলুদ এবং কালো মেশানো পোশাকে একাধিক ছবি, কেবল নিজের নয়, দিয়েছেন হোটেলেরও একাধিক ছবি। তার সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গেছে তবে তার পরিচয় প্রকাশ করেননি পরীমণি। 

ছবির ক্যাপশন ছিল ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভাল ভাবেই নেমেছেন তিনি। হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

কলকাতায় কি কোনও কাজে গেছেন পরীমণি?

এ বিষয়ে নিজে কিছু না বললেও বিভিন্ন মাধ্যমে শোনা গেছে তিনি নাকি চিকিৎসার উদ্দেশ্যেই গেছেন।


গেল জুন মাস থেকে পরীমণির জীবনে তোলপাড়। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন তিনি। এর পর মাদক মামলায় নিজেই গ্রেফতার হন।

জামিনে মুক্তির পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে এখনও চর্চায় এই নায়িকা।  

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি