ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’ অস্কারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৬ নভেম্বর ২০২১

অস্কারের ৯৪তম আসরে সাধারণ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’। এর মধ্য দিয়ে প্রথমবার দেশের কোনো চলচ্চিত্র এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতের সরকারি অনুদানে নির্মিত একটি চলচ্চিত্র।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্যও লিখেছেন রাকায়েত। আন্তর্জাতিকভাবে দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সিনেমাটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মুক্তি পেয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত নিজেই। “দ্য গ্রেভ” দুটি মার্কিন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে।

এতে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, দীপান্বিতা, মৌসুমী হামিদ, সুশোমা সরকার। এছাড়া অভিনেত্রী শামীমা তুষ্টির সঙ্গে এস এম মহসিন এবং মামুনুর রশীদও অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জমা পড়েছিলো।

এ বিষয়ে গণমাধ্যমকে গাজী রাকায়েত বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের দুটি সিনেমা অস্কারে যাচ্ছে। আমাদের জন্য এটি বড় ঘটনা।’
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি