ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অস্ত্রোপচারের পর এখন অনেকটা ভালো নাঈম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ৭ নভেম্বর ২০২১ | আপডেট: ২২:২৬, ৭ নভেম্বর ২০২১

চলচ্চিত্র অভিনেতা নাঈমের সফল বাইপাস সার্জারির পর এখন অনেকটা ভাল আছেন বলে জানা গেছে। তবে এখনো তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (৭ নভেম্বর) রাত দুইটা থেকে সকাল নয়টা পর্যন্ত তার টানা অপারেশন চলে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর তার জ্ঞান ফিরেছে। 

স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শাবনাজ।

অভিনেতা নাঈমের শ্যালিকা তাহমিনা সুলতানা মৌ গণমাধ্যমকে জানান, তিনি এখন ভাল আছেন। ইশারায় কথা বলেছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ভাইয়া। তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। বেশ কদিন ধরেই তার বুকে ব্যথা। আস্তে আস্তে ব্যথা বাড়ছিল। 

তিনি বলেন, ভাইয়া ভেবেছিলেন, ব্যাকপেইন। ব্যথা বাড়তে থাকায় চিকিৎসক দেখাতে হাসপাতালে আসেন। শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। গত রাতে ভাইয়ার অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ, বাইপাস সার্জারিটা ভালো মতোই হয়ে গেছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি