ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করলেন পুনম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ৯ নভেম্বর ২০২১

আবারও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন বলিউড তারকা পুনম পাণ্ডে। নির্যাতনের শিকার হয়ে এবার রীতিমত হাসপাতালে ভর্তি হতে হল তাকে। 

এরইমধ্যে পুনমের অভিযোগের ভিত্তিতে স্বামী স্যাম বোম্বেকে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশ জানায়, অভিযোগ নথিভুক্ত করার পর পুনম পান্ডেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায়, চোখ এবং মুখে গুরুতর আঘাত রয়েছে। তার অভিযোগের ভিত্তিতে স্যামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। 

করোনা  পরিস্থিতির মধ্যেই প্রেমিক স্যামের সঙ্গে বিয়ে সেরেছিলেন পুনম। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেই ছবিও। 

তারপরই মধুচন্দ্রিমার জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায়। সেখানেই স্বামীর বিরুদ্ধে প্রথম নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। 

গোয়া পুলিশের কাছে তখন জানিয়েছিলেন, স্যাম নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে খাটের কোণায় মাথা ঠুকেও দিয়েছিলেন। 

যদিও পরে পুনম এবং স্যাম সবকিছু মিটমাট করে সুখেই দিন কাটাচ্ছিলেন। তবে এখন পুনমের অভিযোগ থেকে অনুমান করা যায় যে, তাদের সম্পর্কে আবারো ফাটল ধরেছে।

প্রসঙ্গত পুনমের স্বামী স্যাম বোম্বে বলিউডের একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি গল বান গই এবং বেফিকরের মতো গানও পরিচালনা করেছেন। 

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি