ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গরমে বিয়ে করতে নারাজ ক্যাটরিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৯ নভেম্বর ২০২১

ধুমধাম করে বিয়ে করতে চান, সাজতে চান মনের মতো করে, তাই গরম নয় শীতকালেই বিয়ে করতে চান বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। তাই নাকি পাত্র ভিকিকে বলে সুবিধামতো বিয়ের দিন এগিয়েও আনতে চলেছেন ক্যাট। 

এদিকে ছবির শ্যুট শেষ করে ২০২২ সালের মে মাসে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঠিক করেছিলেন ভিকি। কিন্তু এত দিন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ ক্যাট। তাই এখনই বিয়ের তোড়জোড় শুরু করতে বাধ্য হলেন ভিকি।

রাজস্থানে অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন এই জুটি। কিন্তু মে মাসে সেখানে প্রচণ্ড গরম থাকবে। এই জন্যই মূলত শীতকালে শুভ কাজ সেরে ফেলতে চাইছেন ‘এক থা টাইগার’ এর নায়িকা ক্যাটরিনা।

ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, “বিয়ে কোথায় হবে, কী পোশাক পরবেন ক্যাটরিনা, সবই ঠিক ছিল। কিন্তু মে মাসে রাজস্থানে খুব গরম পড়বে বলে তখন সেখানে অনুষ্ঠান করা সম্ভব নয়।”

সেই ব্যক্তি জানিয়েছেন, খোলা জায়গায় সাজিয়ে গুছিয়ে বিয়ে করবেন ভিকি-ক্যাটরিনা। সারা দিন জুড়ে প্রচুর নিয়মকানুন মেনে সাত পাকে বাঁধা পড়বেন বলেও নাকি ঠিক করেছেন তারা।

কিন্তু গরমে এত ঝক্কি সামলাবে কে! তাই তো ডিসেম্বরই সই। এখন প্রেমিকা ক্যাটের ইচ্ছা পূরণের পালা প্রেমিক ভিকির। 

সূত্র: আনন্দবাজার অনলাইন 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি