ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

লিমনের ‘অবশেষে একা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১০ নভেম্বর ২০২১

লিমন আহমেদের রচনায় নিকুল কুমার মন্ডল নির্মাণ করেছেন ‘অবশেষে একা’ নামের একটি খণ্ড নাটক। রোমান্টিক গল্পের এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল বাশার ও রোকাইয়া জাহান চমক।

জানা যায়, গেল অক্টোবর মাসের ২৪ ও ২৫ তারিখে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

নাটক সম্পর্কে পরিচালক নিকুল কুমার মন্ডল বলেন, দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প এখানে উঠে এসেছে। খুব দারুণ কাজ করেছেন খায়রুল বাশার ও চমক। আমার পুরো টিমের কাছেও আমি কৃতজ্ঞ। তাদের সম্মিলিত সহযোগিতাই নাটকটিকে পূর্ণতা দিয়েছে।

নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। তিনি তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে। নাটক ও আমার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটলেই তৃপ্তি পাবো।

পরিচালক সূত্রে জানা যায়, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি