ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিয়ের আগে বিয়ার গ্রিলসের সঙ্গ ভিকি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১১ নভেম্বর ২০২১

ডিসেম্বরেই নাকি ক্যাটরিনার সঙ্গে ভিকি কৌশলের বিয়ে। এর মাঝেই এবারে ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় সঞ্চালক বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে। সিনেমার কাল্পনিক জীবনের বাইরে গিয়ে সত্যিকারেই বৈরী পরিবেশে টিকে থাকার গল্প নিয়ে নির্মিত জনপ্রিয় শো ‘ইনটু দ্য ওয়াইল্ডে’ অংশ নিচ্ছেন ভিকি।

ডিসকভারি চ্যানেলের এই শো'টি দেখা যাবে নভেম্বরের ১২ তারিখ। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই শো'য়ের ফার্স্ট লুকও শেয়ার করেছেন ভিকি কৌশল। যেখানে খুব মারমুখী অবস্থায় দেখা যায় ‘উড়ি’ সিনেমার এই নায়ককে।

জানা যায়, এই জঙ্গল অভিযানে ভিকির সামনে নাকি হাজির হয়েছে ভয়ংকর সব সাপ আর জন্তু জানোয়ার। 

বিয়ার গ্রিলসের সঙ্গে তাল মিলিয়ে কাঁচা মাছ, কাঁকড়াও নাকি খেয়েছেন ভিকি। শুধু তাই নয়, ডুব দিয়েছেন গভীর সমুদ্রেও। 

ভিকি বলেন, ‘‘পানির প্রতি আমার একটা ভীতি রয়েছে। তাই প্রথম খুব ভয় পেয়েছিলাম। কিন্তু চ্যালেঞ্জ যখন নিয়েছি, তখন তো করতেই হবে!’’ 

ভিকির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিংয়ও এই জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো'য়ের কঠিন চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন।

এদিকে ভিকির ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়, এই শো নিয়ে যতটা উচ্ছ্বসিত রয়েছেন ভিকি, ক্য়াটরিনার সঙ্গে বিয়ে নিয়ে নাকি ততটাই টেনশনে রয়েছেন তিনি।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি