ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কার সঙ্গে বাগদান সারলেন বিদ্যা সিনহা মিম?  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দেশের লাখো তরুণের স্বপ্নের নায়িকা বিদ্যা সিনহা মিম। জন্মদিনে বিশেষ মানুষের সঙ্গে একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেই যেন বাংলার তরুণ সমাজের স্বপ্ন ভঙ্গের কারণ হলেন তিনি। 

বুধবার রাতে মিমের ফেইসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ছবিতে দেখা যায় হাঁটু গেড়ে এক সুপুরুষ আংটি পরাচ্ছেন আর সেটিই সাদরে গ্রহণ করছেন মিম। 

ছবির ক্যাপশন ছিল, ‘‘ছয় বছর আগে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলাম। আজকের দিনটি খুবই বিশেষ একটি দিন। চিরদিনের জন্য আজকের দিনটা শুরু হলো। নতুন একটি অধ্যায় শুরু হলো। অবশেষে বাগদান সম্পন্ন।’’

ক্যাপশনের শেষ লাইনেই যেন ভক্তদের স্বপ্ন ভাঙলো মিম । 

এর আগেই অবশ্য জন্মদিনে বিশেষ খবর দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই নায়িকা, তবে খবরটি যে বাগদানের তা অজানাই ছিল। 

বাগদান তো হল, তবে কার সঙ্গে? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। কারণ ছবির ওই সুপুরুষকে পর্দায় অন্তত দেখেননি কেউ। 

এ পর্যন্ত অনেকের সঙ্গেই মিমের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে এর সবই যে শুধুই গুঞ্জন, তাই  প্রমাণ করলেন মিম। 

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 

এমএম/এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি