ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজেপি থেকে পদত্যাগ করলেন শ্রাবন্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বিজেপি থেকে পদত্যাগ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে এক টুইটবার্তায় তিনি এ ঘোষণা দেন।

চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। অবশেষে দল ছাড়লেন অভিনেত্রী।

দল ছাড়ার ঘোষণা দিয়ে শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

সোমবার মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। সেদিনের অনুপস্থিতিতেই অনেকে বুঝে ফেলেছিলেন দল ছাড়তে যাচ্ছেন এই অভিনেত্রী। যদিও সেদিন কোনো মন্তব্য করেননি শ্রাবন্তী।

বৃহস্পতিবার সকালে বিজেপি ছাড়ার পর সবার মধ্যে নতুন কৌতুহল তৈরী হয়েছে পদ্ম ছেড়ে শ্রাবন্তীর নতুন গন্তব্য কি জোড়াফুল? 

দল ছাড়ার ঘোষণা দিয়ে তিনি যে টুইট করেছেন, তাতে বিজেপিকে বাংলার উন্নয়নের প্রশ্নে দোষারুপের পর সেই জল্পনা আরও বেড়ে যায়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ১ মার্চ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম/এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি