ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন বাঁধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১১ নভেম্বর ২০২১

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য সেরা হয়েছেন তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেন সিটি কাউন্সিলের এই পুরস্কার আয়োজকদের ফেইসবুক পাতায় জানানো হয়।

অ্যাপসা’র ১৪তম আসর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আজ বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি অংশ নেয়। তার মধ্যে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে স্বীকৃতি পেলেন বাঁধন। এ শাখায় বাঁধন ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন চার দেশের আরও চার অভিনেত্রী।

এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি পেয়েছে জাপানি চলচ্চিত্র ‘ড্রাইভ মাই কার’।

চলচ্চিত্র নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ রেহানা মরিয়ম নূরের জন্য জুরি গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন। যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ‘দ্য ড্রোভারস ওয়াইফ দ্য লেজেন্ড অব মলি জনসন’ এর নির্মাতা লেহ পারসেল।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি