ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রথমবার যুক্তরাষ্ট্র গেলেন শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ১৪ নভেম্বর ২০২১

প্রথমবারের মত আমেরিকা গেলেন সুপারস্টার শাকিব খান। ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৬তম আসরে অংশগ্রহণ করতেই তার এই যাত্রা। স্বপ্নের দেশে পৌঁছেই নিজের ছবি ফেইসবুকে পোষ্ট করে লিখেছেন ‘নিউ হোপস। আলহামদুলিল্লাহ।’

শুক্রবার যুক্তরাষ্ট্রের পৌঁছান শাকিব। সেখানে তিনি  ১০ দিন অবস্থান করবেন বলে জানা যায়। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এই অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসেবে থাকবেন তিনি।

১৪ নভেম্বর নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠান।

অনুষ্ঠান পরিচালনা করবেন ইজাজ খান স্বপন। তিনি গণমাধ্যমে গণমাধ্যমে বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর স্মরণীয় করে রাখতে নিউইয়র্কে এই আয়োজন। শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকারা সেখানে যাচ্ছেন। স্বদেশের ৫০ জন গুণী মানুষকে সম্মাননা জানানো হবে এই আয়োজনে।’

শাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন অভিনেতা আফজাল হোসেন, সঙ্গীতশিল্পী রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরো অনেকে। 

১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠান হলেও ঢাকায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। দর্শক দুটি অনুষ্ঠানই চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করতে পারবেন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে।

এমএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি