ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অক্ষয়-ক্যাটের ‘সূর্যবংশী’ আয় করল ২০০ কোটি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১৪ নভেম্বর ২০২১

রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ বিশ্বজুড়ে আয় করেছে ২০০ কোটি রুপি। দীর্ঘদিন পর বলিউডের কোনো সিনেমা বক্স অফিসে এমন চমক দেখালো।

'টিপ টিপ বারসা পানি' গানের এই সিনেমা শুধু ভারতেই আয় করেছে ১৫০ কোটি রুপির ওপরে। বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি আয় করেছে আরও ৫০ কোটি রুপি। সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে ঢল নেমেছে দর্শকের।

পুলিশি অ্যাকশনের পাশাপাশি অক্ষয়-ক্যাটরিনার ‘টিপ টিপ বর্ষা পানি’ গানটিও ব্যাপক প্রশংসা পাচ্ছে দর্শকদের কাছে। 

করোনা মহামারীর কারণে নিষ্প্রাণ সিনেমাহলগুলোতে আবারো প্রাণ ফিরিয়েছে এই সিনেমা।

২০২০ সালের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূর্যবংশী’। তবে করোনাভাইরাস মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে ৫ নভেম্বর ছবিটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে।

করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় বলিউডে একাধিক সিনেমার মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই একে একে আটকে থাকা সিনেমাগুলোর মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/এসবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি