ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পার্লারে একঝাঁক তারার মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

একসঙ্গে এত তারকার মিলনমেলা খুব একটা দেখা যায় না। দীর্ঘ করোনার প্রভাব কাটিয়ে সবাই আবার আড্ডা, গল্প, গানে নিজেদের মাতিয়ে তোলার চেষ্টা করছে। অনেকে দল বেঁধে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে।

তেমনি শনিবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের পিয়া’স বিউটি পার্লারে বসে তারার মেলা। সেখানে একসঙ্গে হাজির হন মেহের আফরোজ শাওন, নিপূণ, অপু বিশ্বাস, সোহানা সাবা, রুনা খান, আঁখি আফরোজ, রিবা, বিপ্লব সাহা, মন্দিরা, বুলবুল টুম্পা, রিদিকা, জলি লিন্ডা, সারাকাসহ অনেকে।

দিনটি ছিল পিয়া’স বিউটি এসেনশিয়ালস-এর ধানমন্ডি শাখার উদ্বোধন। এই অনুষ্ঠানে অংশ নিতেই তারকাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। অতিথিরা কেক কেটে সেন্টার উদ্বোধন করেন। 

কর্ণধার পিয়া জামান বলেন, ‘আমরা এক ছাদের নিচে সব ধরনের বিউটি কেয়ারের বেস্ট সার্ভিস দিচ্ছি। গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে বনানীর পর ধানমন্ডিতে নতুন শাখা খোলা হয়েছে, আশা করছি পিয়া’স বিউটি এসেনশিয়ালস থেকে গ্রাহক এখন আরো বেশি মানসম্মত সার্ভিস পাবেন।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি