ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিল্পা-রাজের বিরুদ্ধে প্রতারণার মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ১৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

পর্নোগ্রাফির মামলায় জেল খেটে বেরিয়ে এসে এবার প্রতারণা মামলার আসামি হলেন রাজ কুন্দ্রা। একটা ধাক্কার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক। শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এ মামলা দায়ের করলেন নিতিন গড়াই নামে এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে— কাশিফ খান নামে এক ব্যক্তি তার জিম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন। কাশিফের সঙ্গেই ছিলেন শিল্পা এবং রাজ। 

নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। শুধু তা-ই নয়। ওই ব্যক্তিকে পুনেতে একটি স্পা এবং জিম খুলে দেওয়ার কথাও বলেছিলেন তারা। কিন্তু শেষমেশ কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাদের সহকারী। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে উল্টে তাকে নানা ভাবে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন।

ফলে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে রাজ-শিল্পার বিরুদ্ধে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি