ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড়িতে থাকলে আরও সন্তান হয় যদি? বাইরেই বেশি থাকছেন সাইফ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ১৫ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সম্প্রতি নাকি মোটেই বাড়িতে থাকতে চাইছেন না বলিউডের ‘ছোটে নবাব’! টানা কাজে ব্যস্ত রেখেছেন নিজেকে। কিন্তু কেন? সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’ এ নিজেই ফাঁস করলেন বাড়িতে না থাকার কারণ। 

গেল ফেব্রুয়ারি মাসে আবারও বাবা হয়েছেন সাইফ। সেইসঙ্গে দায়িত্ব বেড়েছে আরও। এই কারণেই কি বেশি কাজ করছেন তিনি? 

অনুষ্ঠানে সাইফের কাছে এই প্রশ্নই করেছিলেন কপিল শর্মা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাইফ উত্তর দিয়েছেন ‘না’। তাহলে কারণ কী? 

এরপরেই স্পষ্ট ব্যাখ্যা দিলেন সাইফ। বললেন, "আমি যদি বাড়িতে বসে থাকি, তা হলে নির্ঘাত আমার আরও সন্তান হবে।"

সাইফের এমন উত্তর শুনে হেসে গড়াগড়ি স্বয়ং কপিল! বাকিদের অবস্থাও একই। 

‘বান্টি অউর বাবলি-২’ এর প্রচারে রানি মুখার্জির সঙ্গে কপিলের অনুষ্ঠানে এসেছিলেন সইফ। সেখানেই এই প্রশ্নবাণ, আর সাইফের মোক্ষম জবাব। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি