ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘স্ত্রী অসুস্থ, তবু শ্যুটিং বন্ধ করতে রাজি হননি সৌমিত্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৫ নভেম্বর ২০২১

সৌমিত্রের সঙ্গে শিবপ্রসাদ

সৌমিত্রের সঙ্গে শিবপ্রসাদ

Ekushey Television Ltd.

"সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে দেখে অনেকেই অনেক কিছু শিখেছেন। শিখেছি আমিও। যে শেখা আমার যাপনের সঙ্গে মিলেমিশে গিয়েছে। বেঁচে থাকতে শিখিয়েছেন তিনি। কাজের মধ্যে দিয়ে মৃত্যুর পরেও যে বেঁচে থাকা যায়, সেই পাঠ এই মানুষটার থেকেই পাওয়া। তাই তাকে নিয়ে কিছু ভাবতে বা লিখতে বসলে তার কাজের কথাই বারবার মনে পড়ে যায়।" শক্তিমান অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায়ের প্রথম প্রয়াণদিবসে এভাবেই তাকে স্মরণ করলেন টালিউড পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

বললেন, ‘পোস্ত’র শ্যুটের সময়ে সৌমিত্র বাবুর স্ত্রী অসম্ভব অসুস্থ। হাসপাতালে ভর্তি। ভেবেছিলাম, কাজের দিন পিছিয়ে দেব। কিন্তু কিছু মনস্থির করার আগেই সৌমিত্র বাবু নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন, - ব্যক্তিগত অসুবিধার কারণে ছবির শ্যুট বন্ধ করতে তিনি নারাজ।

দাদু-নাতির ভালবাসার গল্প নিয়ে ‘পোস্ত’ নির্মাণ করেছিলেন শিবপ্রসাদ। ঘটনাচক্রে সেই ছবির মুক্তির আগেই দুর্ঘটনায় সৌমি চট্টোপাধ্যায়ের নাতির প্রাণসংশয়ের পরিস্থিতি। তাই সিনেমার প্রচারে সৌমিত্রকে পাবেননা বলেই ধরে নিয়েছিলেন পরিচালক। কিন্তু সেখানেও শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন সৌমিত্র। 

কাজের প্রতি ভালোবাসা কোন পর্যায়ে থাকলে এমনটা করা যায়, সেটিই ভেবে অবাক টালি পরিচালক শিবপ্রসাদ। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি