ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পর্দায় অমিতাভ-রেখার প্রণয়ে কষ্ট পেয়েছিলেন জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ১৫ নভেম্বর ২০২১

এক অপরিপূর্ণ প্রেম কাহিনী বারবার শিরোনাম হয়েছে লক্ষ লক্ষ দর্শকের মনের দৃশ্যপটে। হবেই বা না কেন, দুজনেই যে সেরা অভিনেতা ও সেরা প্রেমময় যুগল।

বলিউড কাঁপানো এই দুই অভিনেতার সবকিছুইতো দর্শকের আগ্রহের শীর্ষে। তারা হলেন অমিতাভ-রেখা জুটি। এই দুই নায়ক-নায়িকার ‘প্রেম’-এর গুঞ্জনে একসময় মুখর ছিল দেশ-বিদেশ।

এমন গুঞ্জন চলার একসময়ে নাকি কষ্ট জমেছিল নায়কের স্ত্রীর মনে। পর্দায় অমিতাভ-রেখা জুটির রসায়ন দেখে নাকি ভেঙেও পড়েছিলেন জয়া বচ্চন- এমন তথ্যই প্রকাশ্য সাক্ষাৎকারে বলেছিলেন রেখা।

জয়ার অভিব্যক্তিই নাকি অমিতাভের সঙ্গে অসুখী দাম্পত্যের কথা বুঝিয়ে দিয়েছিল। 

রেখার ভাষ্য, মুকদ্দর কা সিকন্দর ছবি তৈরির পর অমিতাভ সপরিবারে এসেছিলেন সেই ছবি দেখতে। আর সেই প্রোজেকশন ঘরেই ঘটে অঘটন। 

“প্রোজেকশন ঘর থেকে দেখছিলাম পুরো বচ্চন পরিবার এসেছে। জয়া সামনের সারিতে বসেছিল। অমিতাভ ওর মা-বাবার সঙ্গে পিছনের সারিতে ছিল। ওরা জয়াকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিল না। আমি পাচ্ছিলাম; দেখছিলাম, আমাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে ওর দু’চোখ বেয়ে জল পড়ছে।” 

যদিও এই বিষয় নিয়ে শুধু নয়, পুরো প্রেমের গুঞ্জন নিয়েই কখনই কথা বলেননি ‘বিগ বি’। তবে এই ছবির পর আর কখনই একসঙ্গে পর্দায় দেখা যায়নি অমিতাভ-রেখা জুটিকে। সূত্র: আনন্দবাজার

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি