ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

একাধিক প্রেমিক যাচাই শেষেই মনের মানুষ পেলেন ক্যাট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১৫ নভেম্বর ২০২১ | আপডেট: ১৯:১০, ১৫ নভেম্বর ২০২১

শুরু হয়ে গিয়েছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ের তোড়জোড়। ইতিমধ্যেই রাজস্থানে পৌঁছে গিয়েছেন ভিকির সহকারীরা। সেখানেই এক বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে।

অতিথির তালিকায় রয়েছেন কর্ণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণী এবং বরুণ ধবনের মতো তারকারা। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।

বিয়ের পর জুহুর একটি বিলাসবহুল ফ্ল্যাটে সংসার পাতারও নাকি পরিকল্পনা সেরে ফেলেছেন তারা। রাজস্থানের বহু পুরনো বরওয়াড়া দুর্গে হবে তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং। অন্তত ৭০০ বছরের প্রাচীন সেই দুর্গ এখন বিলাসবহুল রিসোর্ট। ১৪ শতকে চৌহানদের হাতে তৈরি হয়েছিল এই বরওয়াড়া দুর্গ।

বাংলার পোশাকশিল্পী সব্যসাচীর নকশা করা পোশাক পরবেন দু’জনেই। ভিকি-ক্যাটরিনার বিয়ের অপেক্ষায় রয়েছেন এই জুটির অনুরাগীরা। যদিও তারা দু’জনের কেউই প্রকাশ্যে এ নিয়ে কিছু বলেননি। এটাই ভিকি বা ক্যাটরিনার প্রথম প্রেম নয়। ভিকির জীবনে যেমন এর আগে হারলিন শেট্টি নামে এক অভিনেত্রী ছিলেন। তেমন ভিকির আগে ক্যাটের জীবনেও একাধিক পুরুষের প্রবেশ ঘটেছে।

ক্যাটরিনার প্রসঙ্গ উঠলে প্রথমেই যাঁর নাম মুখে আসে, তিনি সালমান খান। দীর্ঘ সাত বছর তারা একে অপরের সঙ্গে ডেট করেছেন। ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। তারপর থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের সঙ্গেই ছিলেন তিনি।

সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থের সঙ্গে ক্যাটরিনার নাম জড়িয়ে পড়েছিল। দু’জনকে একই সঙ্গে প্রায়ই দেখা যেত তখন। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর আইপিএল ম্যাচে দু’জনে পাশাপাশি ক্যামেরাবন্দি হতেন।

সেই সম্পর্কও বেশি দিন স্থায়ী হয়নি। তার পরই রণবীর কাপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। রণবীর-ক্যাটরিনার সম্পর্ক সে সময় বলিউডের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। এই জুটিকে পছন্দও করতে শুরু করেছিলেন অনুরাগীরা। কয়েক বছর তারা একসঙ্গে কাটিয়েছিলেন। প্রকাশ্যে সব সময়ই একে অপরের প্রশংসা করতেন। এমনকী তাদের বিয়ের খবরও শোনা যেত বলিউডের অন্দরে। ঠিক সে সময়ই অনুরাগীদের হতাশ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

অক্ষয় কুমারের সঙ্গে একাধিক ছবি করেছেন ক্যাটরিনা। এক সময় তাদের দু’জনের সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছিল বলিউডে।

বহু প্রেমের পর অবশেষে ভিকির মধ্যেই নিজের মনের মতো সঙ্গীকে খুঁজে পেয়েছেন ক্যাটরিনা। ‘ফিল্মি’ ঢঙে কেকের মধ্যে আংটি লুকিয়ে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি। সেই কেক ক্যাটরিনাকে উপহার দেন ভিকি। কেক কেটে খাওয়ার সময়ে ক্যাটরিনা সেই আংটি দেখতে পান। তাতে লেখা ছিল, ‘আমাকে বিয়ে করবে?’

২০১৯ সাল থেকে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে রয়েছেন ভিকি। এই বিষয়ে এখনও তারা মুখ খোলেননি। মাঝেমধ্যেই তাদের নানা জায়গায় একসঙ্গে দেখা যায়। এমনকি তারা নতুন বছরে আলিবাগে বেড়াতেও গিয়েছিলেন একসঙ্গে। রাজস্থানের ‘বাঘের ডেরা’ বলে জনপ্রিয় রণথম্ভোর এখন দিন গুনছে তারকা সমাবেশের।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি