ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মার্কিন মুলুকে বসেই নতুন সিনেমার ঘোষণা শাকিবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ১৫ নভেম্বর ২০২১

নিউ ইয়র্কের মঞ্চে আফজাল হোসেন ও শাকিব খান

নিউ ইয়র্কের মঞ্চে আফজাল হোসেন ও শাকিব খান

সম্প্রতি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চিত্রনায়ক শাকিব খান। সুদূর মার্কিন মুলুকে বসেই এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন দেশীয় সিনেমার শীর্ষ নায়ক। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার অধিকাংশেরই শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক এবং হলিউডে বলেও জানান তিনি।

সোমবার (১৫ নভেম্বর) নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত ১৬তম ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে এমনই ঘোষণা দেন শাকিব খান। এসময় মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন আফজাল হোসেন।

সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং যুক্তরাষ্ট্রে হলেও বাকি অংশ হবে বাংলাদেশে। আর এটি নির্মিত হবে তারই প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে উল্লেখ করে শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও।

‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে ঢালিউডের কিং খান বলেন, ‘আগে থেকেই এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। করোনা না থাকলে শুটিং হয়ে এতদিনে রিলিজও হয়ে যেত। আমি সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশি সিনেমা যেন বিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। সেদিন আর বেশি দূরে নয়।’

মঞ্চে এসে এরপর আফজাল হোসেন বলেন, ‘বিমানে শাকিব ও আমি একসঙ্গেই এখানে এসেছি। একটা মানুষ কীভাবে নিজেকে তিল তিল করে গড়ে তুলতে পারে, সেটা আমি শাকিবের সঙ্গে আলাপ করে বিস্ময়ের সঙ্গে দেখেছি।’

শাকিবের নতুন এই ছবি প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘নতুন এই সিনেমার গল্প ও চিত্রনাট্য আমার করা। আগামী বছর এর কাজ শুরু হবে। আর এর ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।’

উল্লেখ্য, কাজের সূত্রে অথবা ঘুরতে বিশ্বের বহু দেশে ভ্রমণ করলেও এবারই প্রথম মার্কিন মুলুকে গেলেন শাকিব খান। এর আগে একাধিকবার ভিসার আবেদন করেও ইতিবাচক সাড়া মেলেনি বলেই জানা গেছে। এবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি