ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে ভক্তদের `টনিক` উপহার দিচ্ছেন দেব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ১৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রতি বছর নিজের জন্মদিনে অনুরাগীদের একটি করে সিনেমা উপহার দেন টালিউড হার্টথ্রব দেব। এবারও  ব্যতিক্রম হচ্ছে না। ২৫ ডিসেম্বর জন্মদিনের একদিন আগেই দেব নিয়ে আসছেন নতুন সিনেমা ‘টনিক’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে সহ প্রযোজনাও করছেন তিনি।

ডেবিউ পরিচালক অভিজিৎ সেনের সিনেমা 'টনিক' এর টিজার মুক্তি পেয়েছিল গত বছরই । তবে করোনা ভাইরাসের কারণে সিনেমার মুক্তি পিছিয়ে যায়। 

মহামারী কমে আসায় মুক্তি পায় দেবের আরেক সিনেমা 'গোলন্দাজ'। সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। এটি  দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতেও সহায়ক ছিল। 

এই সুযোগেই এবারে 'টনিক' মুক্তির ঘোষণা দিয়ে ফেললেন দেব।

গত বছর 'টনিক' এর টিজারেই সবার মন ছুঁয়ে গিয়েছিলো। পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের একটি দৃশ্যের মুহূর্ত প্রকাশ্যে আসার পর থেকেই তাদের রসায়ন নজর কেড়েছিল সিনেমাপ্রেমীদের। 

সিনেমাটিতে এক বৃদ্ধের একাকিত্ব ঘোচাতে, সবরকম টনিক দিতে দেখা যাবে 'টনিকরাজ' দেবকে।  

দেব আর পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী এবং কনিনীকাকে। 

সূত্র: এই সময়
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি