ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ‘সোহানা’ চরিত্রে পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ১৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১৮:১৮, ১৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রিতীলতার মত চরিত্রের পর এবার ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে ঢালিউডের হার্টথ্রব নায়িকা পরীমনিকে। সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’-এ এমন চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার ফার্স্ট লুক। এতে পরীমনির পাশাপাশি রোশান এবং মোশাররফ করিমকেও দেখা যায়। 

ফার্স্ট লুকে দেখা যায়, ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ’র নিজের লেখা উপন্যাস ‘পেইজ নাম্বার ৪৪’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও করেছেন তিনি। 

তিনি জানান, সাভার থেকে শুরু হয়েছিল ‘মুখোশ’ সিনেমার কাজ। এরপর সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলার বিভিন্ন লোকেশন সিনেমাটির চিত্রায়ণ হয়েছে। ডাবিং, সম্পাদনাসহ সব কাজ শেষ হয়েছে। 

মুক্তি প্রসঙ্গে ইফতেখার শুভ বলেন, “আমরা বইমেলার সময়টা ধরতে চাই। এইচএসসি পরীক্ষাও তখন শেষ হয়ে যাবে। আমার প্রথম সিনেমা, প্রথম সন্তানের মতো। অনুভূতি বলে বোঝাতে পারব না। আমরা আরেকটি পোস্টার মুক্তি দিব। ১ জানুয়ারি ট্রেলার প্রকাশের পরিকল্পনা আছে।”

‘মুখোশ’ সিনেমার ক্যামেরার সামনে এবং পেছনের শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশও করেছেন শুভ।

“যেখান থেকে শুরু করেছি সেখানেই শেষ হয়েছে। দিনটি আবেগের ছিল আমার জন্য। প্রথম সিনেমা, অনুভূতি অন্যরকম ছিল। সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না।”

এদিকে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরীমনি। এরই মধ্যে শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুনিন’ সিনেমার কাজ। ডিসেম্বরে অংশ নেবেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার চিত্রায়ণে। এছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘অন্তরালে’ সিনেমাতেও দেখা যাবে তাকে। 

এমএম/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি