ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বয়সকে থোড়াই কেয়ার শ্রীলেখার ( ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৭ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:৩৬, ১৭ নভেম্বর ২০২১

ভক্তদের অনুরোধ একেবারেই ফেলতে পারেন না টালি অভিনেত্রী শ্রীলেখা। যার প্রমাণ আগেও দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ভক্তদের সঙ্গে খুব বেশি কানেকটেড বরাবরই। এবারে ভক্তর জন্য এ কেমন ভিডিও শেয়ার করলেন শ্রীলেখা? 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সব শেষ ভিডিওতে তাকে দেখা গেছে শ্রীলঙ্কার ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’র সূর ভাঁজতে। কিন্তু হঠাৎ কী যে হয়ে গেলো! শ্রীলেখা ভেবে বসলেন, শুধু গান কেন? নাচলে কেমন হয়! 

 

যেই ভাবা, সেই কাজ। বয়সকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে নতুন  আরেকটি ভিডিও পোস্ট করলেন তিনি।  ক্যাপশনে লিখলেন, ‘দেখি পারি কিনা? বুড়ো বয়সের শখ আর কি! কাউকে চ্যালেঞ্জ নয়।’

নতুন ভিডিওতে দেখা গেল, লাল পোশাকে সেজেগুজে সুন্দর এক বারান্দায় ‘মানিকে মাগে হিথে’র তালে নেচেই চলছেন শ্রীলেখা। খানিক বাদে বেজে উঠল একটি বাংলা লোকগীতির সুরও।

বাবার মৃত্যুর পর থেকে বেশিরভাগ সময় মন খারাপেই কেটেছে শ্রীলেখার। তবে এখন এসব ভুলে শুধুই  ভাল থাকতে চান তিনি। এই ভিডিওটিও হয়তো সেই ভালো থাকারই একটি অনুষঙ্গ। 

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি