ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের বাণী মাথায় নিয়ে রাজকুমারের সঙ্গে বাঁধা পড়লেন পত্রলেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ১৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

‘আমার পরাণ ভরা ভালোবাসা, আমি তোমায় সমর্পণ করিলাম’ এই প্রেমের বাণী মাথায় নিয়েই রাজকুমারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পত্রলেখা। 

সাধু ভাষায় লেখা এই বাণীর দেখা মেলে পত্রলেখার বিয়ের ওড়নার পাড়ে। এই ওড়নার আঁচলেই যে সাত জনমের জন্য বাঁধা পড়লেন রাজকুমার!

রাজকুমার রাও আর পত্রলেখার দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ পাচ্ছে, তাই কদিন ধরেই নেটিজেনদের চর্চায় এই জুটি। 

বিয়ের প্রতিটি ছবিতে দুজনের অভিব্যক্তিই বলে এই সম্পর্ক কতটা প্রেমের আর কতটা মধুর। এই ভালোবাসার বহি:প্রকাশে আর শব্দের প্রয়োজন নেই।  

পত্রলেখার বিয়ের চমৎকার লেহঙ্গাটি ডিজাইন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। ওড়নায় বাংলা হরফে লেখার পরিকল্পনাও তারই। 

সঙ্গে সাবেকি সাজে বিয়ের আসরে অন্যন্য ছিলেন রাজকুমারের বাঙালি বৌ পত্রলেখা। কানে গলায় পোলকা গয়না, পরতে ভোলেননি শাঁখা-পলাও। 

চণ্ডীগড়ে ৮০০ একর প্রাকৃতিক জঙ্গলের মধ্যে নির্মিত বিলাসবহুল কোহিনূর ভিলায় বসেছিল তাদের বিয়ের আসর। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি