ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গলায় ফাঁস লেগে মরতে বসেছিলেন নোরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বলিউডে নিজের অবস্থান অনেকটাই পাকাপোক্ত করেছেন নোরা ফাতেহি। সময়ের সেরা আইটেম গার্ল তিনি। নিজের সৌন্দর্য আর নাচের কারিশমায় মুগ্ধতা ছড়িয়েছেন ভক্তদের মাঝে। আর এই মুগ্ধতা ছড়াতে গিয়েই ‘সত্যমেব জয়তে -২’ সিনেমার গান ‘কুসু কুসু’তে ভয়ানক এক বিপদের মুখে পড়েছিলেন এই মডেল-নৃত্যশিল্পী। সম্প্রতি জানিয়েছেন সেই ভয়ংকর স্মৃতির কথা। 

বিপদে পড়ার মূল এবং একমাত্র কারণ ছিলো তার পোশাক। যেই দৃশ্যে অঘটনটি ঘটেছে সেই দৃশ্যে একটি বিশেষ পোশাকে সেজেছিলো নোরা। একটি ওড়না আটকানো ছিল তার পিঠের সঙ্গে, যার অন্য প্রান্ত আটকানো ছিল গলার হারের সঙ্গে। শ্যুটিং স্পটে তাতেই গলায় ফাঁস লেগে যায় নোরার।

স্মৃতির কথা বলতে গিয়ে নোরা বলেন, ‘‘মনে হচ্ছিল, আমার গলায় যেন দড়ি পেচিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে!’’

কাজের অভিজ্ঞতার কথা যোগ করতে গিয়ে মডেল কন্যা আরও বলেন, ‘‘নাচের সময়ে বহু ছোটখাটো বিপদ ঘটে। কখনও হাঁটুতে আঘাত লেগে রক্ত ঝরে, কখনও পায়ের পাতায় খোঁচা লাগে। কিন্তু ‘কুসু কুসু’ গানের শ্যুটিং-এ যা ঘটেছে, তা আমার জীবনের সব থেকে ভয়াবহ ঘটনা।’’

কিন্তু অবাক করার বিষয় হলো এই আচমকা বিপদ সামলে ওঠার পরও নাকি টানা ছয় ঘণ্টা শুটিং করেছেন নোরা। সময়ের অভাবে নাকি যন্ত্রণা কমানোর জন্য অপেক্ষা করার সুযোগও ছিল না!

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি