ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মালদ্বীপে অসাধারণ কী অভিজ্ঞতা খুঁজছেন পূজা?  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:১৮, ১৯ নভেম্বর ২০২১

সাঁতারের পোশাক বলতেই মনে আসে বিকিনির কথা, হোটেলের সুইমিংপুলে এবারে সেই ধারণাই ভাঙলেন তেলেগু ও বলিউড সিনেমার অভিনেত্রী পূজা হেগড়ে।  হাজির হলেন মনোকিনিতে। 

পুলেই ব্রেকফাস্ট সেরেছিলেন পূজা। এ সময় তার পরনের মরচে লাল রঙের মনোকিনি রীতিমত সোরগোল ফেলেছেন ফ্যাশন উৎসাহীদের মাঝে। 

এই মুহূর্তে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন পূজা। সেখান থেকেই সফরের আনন্দ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চলেছেন অনবরত। 

এমনই একটি পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুধু একজন সাধারণ মেয়ে, অসাধারণ অভিজ্ঞতা খুঁজছেন।‘ 
তবে কী সেই অভিজ্ঞতা তা কিন্তু অজানাই রয়ে গেছে। 

 

অভিনেত্রী পূজা হেগড়ে ২০১০ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। ২০১২ সালে তামিল সিনেমা মুগামুদি দিয়ে বড়পর্দায় অভিষেক। এরপর তেলেগু সিনেমায় নাম লেখান মুম্বাইয়ের মেয়ে পূজা।

২০১৬ সালে হৃতিক রোশানের বিপরীতে মহেঞ্জদারো সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ। বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন রোহিত শেঠির ‘সার্কাস’ এ। 

প্রথম সিনেমার ৯ বছর পর এবারে আবার নাকি তামিল সিনেমায় দেখা যাবে এই তামিল নায়িকাকে। 

সূত্র: নিউজবাংলা ২৪.কম
এসবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি