ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শোক ভুলে স্বাভাবিক জীবনে শেহনাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:১৭, ১৯ নভেম্বর ২০২১

সিদ্ধার্থের মৃত্যুর পর এক মাস নিজেকে সম্পূর্ণ গুটিয়ে রেখেছিলেন শেহনাজ গিল। শুধু ক্যামেরার সামনেই নয়, দূরে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও।

তবে কাজের প্রয়োজনেই আবার ফিরেছেন তিনি। জনসমক্ষে এসেছিলেন ‘হসলা রাখ’ সিনেমার প্রচারে। কেউ তখনও ভাবেনি যে, শেহনাজ নিজে আসবেন সিনেমার প্রচারে।

সবসময় হাসি মুখের মেয়েটা হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গিয়েছিল। জীবনে গভীর শোক এলে হয়তো এমনটাই হয়। প্রিয়জনকে হারানোর বেদনায় যেন স্তব্ধ হয়ে গিয়েছিলেন।

‘হসলা রাখ’ সিনেমার প্রচারের অনুষ্ঠানে গিয়েও এক সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েছিলেন শেহনাজ। সম্প্রতি সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে।

 

সাক্ষাৎকার চলার সময় সিদ্ধার্থের প্রসঙ্গ উঠেছিল। এজন্যই আর নিজেকে সামলে রাখতে পারেননি শেহনাজ। সাদা-কালো পোলকা ডিজাইনের পোশাক পরেছিলেন। সমস্ত সাজ ধুয়ে গিয়েছিল চোখের পানিতে। 
বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছিলেন শেহনাজ। সে সময় সহ অভিনেতা দিলজিৎ তাকে সামলাতে আসেন। এই ঘটনাটি সকলকেই আবেগপ্রবণ করে তুলেছিল।

সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শেহনাজ গিলের। ভালোই চলছিল সবকিছু। ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন দু’জনেই। ভবিষ্যতে আরও ভালো দিনের অপেক্ষায় ছিলেন। কিন্তু হঠাৎ সব কেমন ওলট-পালট হয়ে গেল। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন শেহনাজ।

সূত্র: আজকের সংবাদ
এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি