ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কার সঙ্গে পথ হারালেন পরমব্রত? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ২১ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:৩৭, ২১ নভেম্বর ২০২১

নতুনের মাঝে নতুন নিয়ে পথ হারানো তো আর নতুন কিছু নয় । তেমনি নাকি এবার লন্ডনে শ্যুটিং করতে গিয়ে পথ হারিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়! আর তা তিনি নিজেই  সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন। তবে তিনি একা নন। আবার তার সঙ্গীও কোনও এক জন নন। এবারে নাকি দুই দুই জন সঙ্গী নিয়েই পথ হারালেন পরমব্রত। যা নিজেই জানালেন মিষ্টি একটি ছবি পোস্টের মধ্যদিয়ে। 

ছবিতে দেখা যায় পরমব্রতর পথ হারানোর সঙ্গী হয়েছিলেন ইশা সাহা আর উজান গঙ্গোপাধ্যায় ।

লন্ডলে  নতুন সিনেমা 'ঘরে ফেরার গান' এর  শ্যুটিং করছেন পরমব্রত। আর এই ছবিতে প্রথমবার পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন ইশা সাহা।

সেই সময় একটি ছবি পোষ্ট করেন পরমব্রত যাতে দেখা যায় যে , পরমব্রত’র পাশে বেশ বিব্রতমুখে দাঁড়িয়ে রয়েছেন ইশা সাহা আর  উজান গঙ্গোপাধ্য়ায়। আর ক্যাপশানে পরমব্রত লিখছেন, ' আমরা হারিয়ে গিয়েছি। আমি, উজান গঙ্গোপাধ্যায় ও ইশা সাহা একসঙ্গে হারিয়ে গিয়েছি।'

একেবারে না হারালেও কিছুক্ষনের জন্য অবশ্য পথ বিভ্রান্তে পড়েছিলেন তারা । লন্ডনে ট্রেন ধরতে গিয়ে ঘটেছিল সেই ঘটনা । একাধিক ট্রেন আসছে যাচ্ছে। আর সেখানেই পথ হারিয়েছেন তারা। বুঝতে পারছেন না, কোন দিকের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন।

উজান গঙ্গোপাধ্যায় পড়াশোনার জন্য আপাতত লন্ডনে রয়েছেন । পুরনো বন্ধু পরমব্রত সাথে দেখা করতেই এসেছিলেন তিনি। 

সূত্রঃ এবিপি আনন্দ বাংলা

আরএমএ/এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি