ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কে হচ্ছেন আমিরের তৃতীয় স্ত্রী? (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২১ নভেম্বর ২০২১ | আপডেট: ১৮:১৯, ২১ নভেম্বর ২০২১

মাত্র চার মাস আগেই দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় বলিউড সুপারস্টার আমির খানের। আলোচিত এই জুটি ১৬ বছরের সংসার জীবনের ইতি টেনেছিলেন যৌথ এক বিবৃতির মধ্যদিয়ে।

যেখানে তারা বলেছিলেন, বিবাহিত জীবনে হাসি-মজায় বহু স্মরণীয় মুহূর্ত কাটিয়েছেন তারা। এর পরেই হঠাৎই গুঞ্জন উঠেছে, আমির নাকি তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।

অনেকে আবার বলছেন, এক তরুণ অভিনেত্রীর সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা রয়েছে। আর এ কারণেই নাকি আমির-কিরণের সংসারে ভাঙন ধরেছিল। 

আমিরের নামের সঙ্গে তৃতীয়বারের মত জুড়ে যাওয়া নামটি নাকি ফাতিমা সানা শেখ। যিনি ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করেছিলেন আমিরের মেয়ের ভূমিকায়। 

আমিরের ‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমাতেও তাকেই নায়িকা হিসেবে বেছে নেন আমির। ঘনিষ্ঠতার শুরু নাকি সেখানেই। শোনা যাচ্ছে নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পরেই নতুন করে ঘর বাঁধবেন এই সুপারস্টার। 

যদিও আমির কিংবা ফাতিমা কারো পক্ষ থেকেই এসব ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আমির খানের প্রথম বিয়ে ১৯৮৬ সালে, রিনা দত্তর সঙ্গে। ১৬ বছর সংসারের পর ২০০২ সালে বিবাহবিচ্ছেদ। এর পর লাগন সিনেমা করতে গিয়ে প্রযোজক ও পরিচালক কিরন রাওয়ের সঙ্গে সখ্যতা। সেই ধারাবাহিকতায় ২০০৫ সালে দ্বিতীয় সংসার কিরণের সাথেই। সেখানেও গুনে গুনে ১৬ বছর। আবারও ভাঙন আমিরের সংসারে। 

এবারে দেখা বিষয়, কে হন আমিরের তৃতীয় স্ত্রী!

সূত্র: হিন্দিুস্তান টাইমস 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি